খালেদাকে নিয়ে বৈঠক কোনো ষড়যন্ত্র নয় : কাদের সিদ্দিকী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  সেপ্টেম্বর   ২০১৬

খালেদাকে নিয়ে বৈঠক কোনো ষড়যন্ত্র নয় : কাদের সিদ্দিকী

খালেদাকে নিয়ে বৈঠক কোনো ষড়যন্ত্র নয় : কাদের সিদ্দিকী



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক কোনো ষড়যন্ত্র নয়। দেশের প্রয়োজনেই হয় সেই বৈঠক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন । বধুবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা হত্যার প্রতিবাদে প্রতিরোধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বীর প্রতিক), বেগম নাসরিন কাদের সিদ্দিকী, দলের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসমত নেতা, কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, বেগম জিয়া জাতির পিতার মৃত্যুতে মর্মাহত হয়ে ১৫ আগস্ট জন্মদিন পালন করেনি। ভবিষ্যতেও করবেন না। তবে তিনি ১ আগস্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শোক দিবস পালনের বিরোধিতা করে বলেন, এদিনে বঙ্গবন্ধু হত্যা হয়নি। তাই ১ আগস্ট শোকের দিন হতে পারে না।

এ সময় ১৫ আগস্ট শোক দিবস পালন ও গণভোজের নামে চাঁদাবাজিরও তীব্র সমালোচনা করেন তিনি। ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা হত্যার প্রতিরোধ আন্দোলন গড়ে না তুললে আওয়ামী লীগের চিহ্ন থাকতো না। তাই এই প্রতিরোধ আন্দোলনের প্রতিটি কর্মীকে সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

সভায় জেলা, উপজেলা ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft