|
খাবারের অর্ডার দিয়ে পেলেন টাকা ভর্তি বাক্স!শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ অক্টোবর ২০১৬ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে অর্ডার দেয়া হয়েছিল পিৎজার। অর্ডার অনুযায়ী বাক্স এসে হাজির। কিন্তু বাক্সটি খুলতেই চোখ ছানাবড়া অর্ডারকারীর। এতো পিৎজা নয়, শুধুই টাকা! এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সেলেনা আভালোসের বেলায়। ডমিনো'জ-এ অর্ডার করেছিলেন চিকেন উইংস ও পিৎজা। ডেলিভারি বয় চলে যাওয়ার পর বাক্সটি খুলতেই হতবাক সেলেনা। ভিতরে টাকার বান্ডিল। দু'পাঁচশো নয়, একেবারে ৫ হাজার মার্কিন ডলার (যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা)। তবে এ ঘটনায় সেলেনা যা করেছে, তা অবশ্যই আমাদের কাছে শিক্ষণীয়। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন ডমিনো'জ-এ। সেলেনার কথায়, 'ওদের অনেক বার বললাম, আমার কাছে ভুল করে ৫ হাজার ডলার চলে এসেছে, প্লিজ নিয়ে যান। কোনও ইচ্ছেই দেখাচ্ছিল না ওরা। অনেকবার ফোন করার পর এক ডেলিভারি বয় এসে টাকা সমেত প্যাকেটটি নিয়ে যান।' সেলেনার সততার পুরস্কার দিয়েছে ডমিনো'জও। পরের দিনই সেলেনাকে ফোন করে ডমিনো'জ। সততার পুরস্কার বাবদ তাঁকে এক বছরের জন্য ফ্রি পরিষেবা দিচ্ছে সংস্থা। অর্থাত্, এক বছর সেলেনা ডমিনো'জ যা-ই অর্ডার করবেন, সবই বিনামূল্যে পাবেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |