|
খাদিজার চিকিৎসার সকল ব্যয় সরকারের : স্বাস্থ্যমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ অক্টোবর ২০১৬ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কলেজছাত্রী খাদিজার চিকিৎসার সকল ব্যয় বহন করা হবে। আমি এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালরে সঙ্গে কথা বলেছি। খাদিজার চিকিৎসার সকল ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে।' বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে বিদেশে নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, বিদেশে নেওয়ার এখন প্রয়োজন নেই। খাদিজার অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে যদি নিতে হয় সে ব্যয়ও সরকার বহন করবে।' তিনি বলেন, ‘হামলাকারী যে দলেরই হোক তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ যে করবে সে অপরাধী, অপরাধী কোনো দলের হতে পারে না।' মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সকল হত্যাকারীর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা নিজ দলের লোকদেরও ছাড় দেননি। বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িতদের বিচার হয়েছে। খাদিজার ওপর হামলাকারীরও সঠিক বিচার হবে। এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |