|
খাগড়াছড়িতে আলুটিলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭ খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকচাপায় শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আলুটিলা পর্যটন কেন্দ্রের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আবুল আমিন, মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বি. এম মশিউর রহমান, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু ও মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |