|
ক্যামেরুনে ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ডশীর্ষরিপো্র্ট ডটকম। ১৮ মার্চ জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ৮৯ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। উত্তরাঞ্চলীয় নাইজেরিয়া সীমান্তে বেশ কিছু হামলায় জড়িত থাকার অভিযোগে জঙ্গিদের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮শ ৫০ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল ক্যামেরুনের নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ৮৯ জনের বিরুদ্ধে পাওয়া অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |