‘কৌশলগত কারণে’ সিরীয় বিষয়ক বৈঠকে বিলম্ব : কাজাখস্তান


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫  জানুয়ারি  ২০১৭

‘কৌশলগত কারণে' সিরীয় বিষয়ক বৈঠকে বিলম্ব : কাজাখস্তান

সিরীয়



অজ্ঞাত ‘কৌশলগত কারণে' সিরিয়া বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের নেতৃত্বে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় নতুন দফা আলোচনা একদিন পিছিয়ে গেছে। বুধবার কাজাখস্তান একথা জানিয়েছে।

১৫ ফেব্রুয়ারি বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। খবর বার্তা সংস্থা এএফপি'র।

কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র টেলিফোনে বলেন, ‘কৌশলগত কারণে সমঝোতা বৈঠকটি ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।'

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৬০০টায় বৈঠকটি শুরু হবে।

সিরীয় সরকারের প্রধান মিত্র মস্কোর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft