|
কোটা বাতিল, হজ পালনে সহজ পদ্ধতিশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭ মক্কায় পবিত্র হারাম শরিফের সম্প্রসারণ কাজের জন্য বিভিন্ন দেশ থেকে আসা এবং অভ্যন্তরীণ হাজীদের জন্য কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব। এর ফলে ইচ্ছা থাকলেও এতদিন সবাই হজে অংশ নিতে পারতেন না। কোটা পদ্ধতি প্রত্যাহার করায় এ বছর থেকে জনসংখ্যার অনুপাতে শতভাগ হজপ্রত্যাশী হজ পালন করতে পারবেন। জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ শতাংশ কোটা পদ্ধতি থাকার কারণে গত বছর এক লাখ এক হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। কোটা পদ্ধতি না থাকায় এ বছর এক লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |