|
কে হচ্ছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান?শীর্ষরিপো্র্ট ডটকম । ২৮ সেপ্টেম্বর ২০১৬ পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের মেয়াদ আগামী নভেম্বরে শেষ হচ্ছে। তিনি তার মেয়াদ বাড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে ভারতের সাথে তীব্র উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নতুন সেনাপ্রধানের ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। পাকিস্তানের মিডিয়া পরবর্তী প্রভাবশালী পদটিতে তথা সেনাপ্রধান নিয়ে ইতোমধ্যেই নানা পূর্বাভাস দিচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিম বাজওয়া গুজব সৃষ্টি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, সিনিয়র জেনারেলদের মধ্যে বর্তমানে লে. জেনারেল জাভেদ ইকবাল রামদেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সবচেয়ে আস্থাভাজন। তিনি আফগান সীমান্তের কাছে থাকা সোয়াত ভ্যালিতে উগ্রপন্থীদের দমনে বেশ সাফল্য পেয়েছেন। এছাড়া চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল জুবায়ের হায়াত, মুলতানের কমান্ডিং অফিসার লে. জেনারেল ইশফাক নাদিম আহমদ, সেনাবাহিনরি প্রশিক্ষণ ও মূল্যায়ন শাখার প্রধান লে. জেনারেল কামার জাভেদ বাজওয়ার নামও আলোচিত হচ্ছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |