কুরআন তিলাওয়াতের গুরুত্ব


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

কুরআন তিলাওয়াতের গুরুত্ব

কুরআন তিলাওয়াতের গুরুত্ব



আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ কুরআন নাজিল করছেন যে, তাঁর বান্দাগণ নিয়মিত কুরআন তিলাওয়াত করবে; কুরআনের অর্থ ও ভাব অনুধাবন করবে এবং কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করবে। কুরআনে উল্লেখিত ঐতিহাসিক ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং প্রত্যেক ব্যক্তিই কুরআন থেকে ইহকাল ও পরকাল সম্পর্কিত বিষয়াবলীর সঠিক দিক-নির্দেশনা গ্রহণ করবে।

বাস্তবিকপক্ষেই কুরআন তিলাওয়াত এমনই একটি আমল, যা ব্যক্তিকে কুরআন অনুযায়ী জীবন-যাপন এবং পরকালমুখী করে দেয়। দুনিয়ার জীবনের সফলতার পথ দেখায় এবং মহান আল্লাহর বিধিবিধান খুব ভালোভাবে বুঝার সুযোগ করে দেয়।

এ কারণেই আলেমগণ কুরআন তিলাওয়াতকে জীবনের একটা অংশ বানাতে আবশ্যক করেছেন। অর্থাৎ নিয়মিত কুরআন তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করেছেন। প্রত্যেকবার কুরআন তিলাওয়াত করার সময় এর ভাব-বিষয়াবলীর প্রতি গভীর চিন্তা-ভাবনা করার প্রতি গুরুত্ব দিয়েছেন। যা প্রত্যেকের জন্যই জরুরি।

কুরআন তিলাওয়াতের মূল উদ্দেশ্য-

আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সকল বিধিবিধান বাস্তবায়ন এবং এ সকল বিষয়ে সুগভীর চিন্তা-গবেষণা করা;

দুনিয়ার জীবন-যাপন এবং পরকালের সফলতার রহস্যাবলী অনুসন্ধান এবং অনুধাবন করা;

আল্লাহর বিধিবিধান অবহিত হয়ে সে মোতাবেক জীবন পরিচালনা করা এবং

কুরআনে উল্লেখিত পূর্ববর্তী সকল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা।

এ কথা স্মরণ রাখা যে-

কুরআন তিলাওয়াতে শুধু হরফ ও শব্দ উচ্চারণই যথেষ্ট নয়। যে ব্যক্তি কুরআন অধ্যয়ন করে অথচ সে অনুযায়ী আমল করে না; এরূপ ব্যক্তির জন্য কুরআন শত্রু হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন- رُبَّ تَالِ الْقُرْانِ وَالْقُرْانُ يَلْعَنْهُ অর্থাৎ ‘এমন কিছু কুরআন পাঠকারী আছে, যাকে কুরআন অভিসম্পাত করে থাকে।' এর দ্বারা উদ্দেশ্য হলো- শুধু শাব্দিক কুরআন পড়া নয়; বরং তিলাওয়াতের মাধ্যমে তার ওপর আমল করা জরুরি।

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন তিলাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে দুনিয়া ও পরকালের সফলতার জন্য কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft