|
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ২শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ আগস্ট ২০১৬ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সৌদি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন (৪০)। তার গ্রামের বাড়ি নোয়াখালী। অপরজনের পরিচয় জানা যায় নি। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কের কাবিলায় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সৌদি প্রবাসী ইসমাঈল হোসেন এবং অজ্ঞাত আরো এক ব্যক্তি নিহত হয়। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |