কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪  জানুয়ারি  ২০১৭

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৬



কুমিল্লার দাউদকান্দিতে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন। শনিবার ভোরে উপজেলার ঝিংলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস জিংলাতলীতে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত ও ২০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নেয়া হয়।

আহতদের মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পুলিশ লাশ ও গাড়ীটি উদ্ধার করেছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft