|
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ সেপ্টেম্বর ২০১৬ কুমিল্লার লাকসামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত ও তিনজন হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশফাকুর রহমান জানান, নোয়াখালীর চাটখিল থেকে থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পুরুষ ও এক নারী এবং হাসপাতালে তিন শিশু মারা যায়। নিহতরা হলেন- চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের ঢাকায় আল আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৪০), তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), বার্জার পেইন্টে কর্মরত একই এলাকার বাদশা মিয়ার ছেলে শাহাবুদ্দিন রবি (৪৫), তার মেয়ে রাইকা তাবাসুম (৭) ও রাইসা মুনতাসির (১২)। আহতরা হলেন- শাহাবুদ্দিন রবির স্ত্রী জান্নাতুম নাঈম (২৯), তার কন্যা মাহী মুনতাসির (৬) ও আনোয়ারুল কবির সোহাগের স্ত্রী মারজান বেগম (৩২)। তাদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |