![]() |
কিভাবে লাচ্ছি তৈরি করবেনশীর্ষরিপো্র্ট ডটকম । ৩মে ২০১৭ ![]() কিভাবে লাচ্ছি তৈরি করবেন কাঠফাটা গরমে একটুখানি গলা ভেজানোর জন্য হাপিত্যেশ করেন সবাই। তাই হাতের ঠান্ডা কিছু পেলেই হলো, অমনি ঢকঢক করে তেষ্টা মেটানো। কিন্তু বাজার থেকে কেনা বেশিরভাগ পানীয়ই স্বাস্থ্যকর হয় না। তাই অনেক সময় ফল হয় উল্টো। অর্থাৎ গরমে প্রাণ জুড়াতে গিয়ে প্রাণ যায়যায় অবস্থায় পড়তে হয়। তবে কিছু পানীয় আছে যা আপনি ঘরে বসেই তৈরি করে খেতে পারবেন আর এই গরমে প্রাণজুড়ানো অনুভূতি। তেমনই একটি পানীয় হলো লাচ্ছি। চলুন জেনে নেই কিভাবে লাচ্ছি তৈরি করবেন- উপকরণ: ৫০০ গ্রাম মিষ্টি দই, ১ কাপ গুঁড়ো দুধ, চিনি পরিমাণমতো, ফ্লেভার, বরফ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রণালি : প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, চিনি ও পানি একসাথে দিয়ে ভালো করে চিনি ও দুধ গলিয়ে মিশিয়ে রাখুন ১০ মিনিট। ![]() ![]() |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |