|
কাশ্মিরে এবার থানায় হামলা, অস্ত্র লুটশীর্ষরিপো্র্ট ডটকম । ৫ অক্টোবর ২০১৬ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে আবার হামলা। এবার হামলাকারীদের টার্গেট ছিল কুলগামের ইয়ারিপোরা থানায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ থানার সামনে এসে গুলিবর্ষণ শুরু করে একদল আততায়ী। কিন্তু সম্প্রতি উরি এবং বারামুলায় হামলার জের ধরে চূড়ান্ত সতর্কতা জারি করা ছিল কাশ্মিরের সব কটি থানায়। হামলার পর পুলিশও গুলি চালায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পালিয়ে যাওয়ার আগে পাঁচ পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নিতে সক্ষম হয় হামলাকারীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, হত্যা নয়, অস্ত্র লুটের উদ্দেশ্যেই এসেছিল তারা। কারণ, পুলিশের গুলির জবাবে খুব বেশি গুলি চালায়নি তারা। সম্ভবত অস্ত্রের সংখ্য কম থাকার কারণেই তাদের এই রণকৌশল। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |