কাল ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫  সেপ্টেম্বর ২০১৬

কাল ঢাবির ‘খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

কাল ঢাবির ‘খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) ‘খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন।

গত শুক্রবার এই ইউনিটের পরীক্ষা হয়। ‘খ' ইউনিটের ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬০৬ ভর্তিচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

এদিকে শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ' ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘গ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft