কারো ব্যর্থতায় নির্বাচন বিঘ্নিত হলে ব্যবস্থা : ইসি সচিব


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  ডিসেম্বর  ২০১৬

কারো ব্যর্থতায় নির্বাচন বিঘ্নিত হলে ব্যবস্থা : ইসি সচিব

কারো ব্যর্থতায় নির্বাচন বিঘ্নিত হলে ব্যবস্থা : ইসি সচিব



কারো ব্যর্থতার জন্যে ভোট বিঘ্নিত হলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন,নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ । প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেন তিনি ।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সচিব জানান, শঙ্কা দুর করে সুষ্ঠুভাবে ভোট করার সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে।

সেই সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার কথা তুলে ধরে সচিব জানান, নিরাপত্তায় এমন ব্যবস্থা রয়েছে যাতে মনে হবে-ভোটারদের চেয়ে কোনোভাবেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কম নয়।

আব্দুল্লাহ বলেন, কাউকে কেন্দ্রে আসতে বাধা দিলেই সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরাও ব্যবস্থা নেব।

আইন-শৃঙ্খলা বাহিনী নগরে টহলে থাকবে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনী কাজে নিয়োজিত সবাইকে নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশনা দেয়া হয়েছে।

সচিব জানান, ভোটকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় কেন্দ্রে কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, তিনটি পদের ১৪ লাখেরও বেশি ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে নিরাপত্তা প্রহরায় পৌঁছেছে। কেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করছেন; টহলে রয়েছে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে-আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটের অনুকূলে রয়েছে। আশা করি, এ বছর দেশ-জাতি, আমরা সকলে আনন্দমুখর একটি নির্বাচন দেখতে পাব' বলেন কমিশন সচিব।

সাতটি দল ভোটে অংশ নিলেও আওয়ামী লীগ ও বিএনপি'র প্রধান দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। এতোদিন বাধার ঘটনা না ঘটলেও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা করছে কেউ কেউ। ১৭৪ কেন্দ্রের মধ্যে ১৩৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণও বলছেন রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে কমিশন সচিব আব্দুল্লাহ বলেন, সমস্যা হতে পারে এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই দলের প্রার্থীর থেকেও কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে পাইনি। আমাদের দৃঢ় বিশ্বাস, সব ধরনের শঙ্কা দূর করে আনন্দমুখর পরিবেশে একটা ভোট উপহার দিতে পারব।

আইন শৃঙ্খলাবাহিনীও পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট কেন্দ্রে কেন্দ্রে থাকার অনুরোধ জানান।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft