কর দেয়ার পদ্ধতি আরো সহজ করার পরামর্শ বিশিষ্টজনের


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬  জানুয়ারি  ২০১৭

কর দেয়ার পদ্ধতি আরো সহজ করার পরামর্শ বিশিষ্টজনের

কর দেয়ার পদ্ধতি আরো সহজ করার পরামর্শ বিশিষ্টজনের



কর দেয়ার পদ্ধতি আরো সহজ করার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। একইসঙ্গে আয়কর বিবরনী আরো সহজ করার কথাও বলেছেন তারা। যদিও আয়কর বিবরণী আগের তুলনায় অনেকটা সহজ করা হয়েছে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ট্যাক্স কার্ড সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। যারা বিভিন্ন ক্যাটাগরীতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিত হয়েও বিভিন্ন কারণে ট্যাক্স কার্ড সম্মাননা নিতে পারেননি, তারা এদিন তা গ্রহণ করেন।

এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

অনুষ্ঠানে আইনজীবী ক্যাটাগরীতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কাজী মোহা: তানজিবুল আলম, অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরীতে সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন এবং একাউন্ট্যান্ট ক্যাটাগরীতে নিয়াজ মোহাম্মদ এফসিএ এদিন এনবিআর চেয়ারম্যানের নিকট থেকে ট্যাক্স কার্ড সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কর দেওয়ার পদ্ধতি এনবিআর যেভাবে সহজ করছে, তাতে সাধারণ করদাতারা কর প্রদানের ক্ষেত্রে উৎসাহিত হবেন।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বর্তমানে সুশাসন এবং আধুনিক ব্যবস্থাপনার ভিত্তিতে কাজ করছে এনবিআর। আমরা দেশে কর সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগীতা নিয়ে আমরা আরও সামনের দিকে এগুতে চাই।

আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, আমাদের দেশে কর দেওয়ার সংস্কৃতিটা সেভাবে গড়ে উঠেনি। তবে কর দেওয়ার পর এনবিআর করদাতাদের যেভাবে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে, তাতে মানুষ কর দেয়ার ক্ষেত্রে উৎসাহিত হবেন বলে মনে করেন তিনি। অভিনেত্রী সুবর্ণা মোস্তফা কর দেয়ার পদ্ধতি আরো সহজ করার পরামর্শ দেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft