|
ওয়াশিংটনে শপিং মলে বন্দুক হামলায় নিহত ৪শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ সেপ্টেম্বর ২০১৬ যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় নিহত হয়েছে চারজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ক্যাসকেইড শপিং মলে হামলাকারী পালিয়ে গেছে। ক্যাসকেইড ও আশপাশের সব শপিং মল বন্ধ রাখা হয়েছে। হামলাকারীর সন্ধান করছে পুলিশ। রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন স্টেট পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটারে বলেছেন, সিয়াটল শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়। ফ্রান্সিস জানিয়েছেন, হামলাকারীকে খুঁজছে পুলিশ। মলের বাইরে থাকা উদ্ধারকর্মীদের একটি ছবি তিনি পোস্ট করেছেন। এক টুইটে ফ্রান্সিস বলেছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর পুলিশের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা শপিং মলের ভেতরে ঢুকেছেন। আহতদের উদ্ধার করছেন তারা। এদিকে সিয়াটল টাইমস অনলাইনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে সড়ক ধরে যেতে দেখা গেছে। সম্ভবত তিনি হিস্পানিক এবং ধূসর রঙের পোশাক পরেছিলেন। হামলাকারী নারী বা পুরুষ হতে পারেন। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |