ওয়ানডে ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহ


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩১  আগস্ট   ২০১৬

ওয়ানডে ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহ

ওয়ানডে ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহ



২০০৬ সালের ১২ মার্চ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়ে ৪৩৪ রান সংগ্রহ করে।

জবাবে তাদের টেক্কা দিয়ে ৪৩৮ রান তুলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রানে রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রানের নতুন বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা।

এতোদিন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কিন্তু কে জানত ১০ বছরের মাথায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সেই রেকর্ড ভেঙে ইংল্যান্ড ৪৪৪ রানের নতুন বিশ্বরেকর্ড গড়বে? কেউ চিন্তা না করলেও আলেক্স হেলস (১৭১), জস বাটলার (৯০), জো রুট (৮৫) ও ইয়ান মরগানের (৫৭) ইনিংসে ভর করে রেকর্ড ৪৪৪ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

এমন সময়ে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহে।

অবশ্য ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহে দক্ষিণ আফ্রিকার আধিপত্য চোখে লাগার মতো। ১০টি ইনিংসের মধ্যে চারটিই তাদের। অস্ট্রেলিয়া ও ভারতের দুটি করে। অপর দুটি শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের।

দল                  স্কোর               ওভার            প্রতিপক্ষ             তারিখ

ইংল্যান্ড             ৪৪৪/৩            ৫০               পাকিস্তান            ৩০ আগস্ট ২০১৬

শ্রীলঙ্কা              ৪৪৩/৯            ৫০               নেদারল্যান্ডস       ৪ জুলাই ২০০৬

দ. আফ্রিকা         ৪৩৯/২            ৫০               ওয়েস্ট ইন্ডিজ       ১৮ জানুয়ারি ২০১৫

দ.আফ্রিকা          ৪৩৮/৯            ৪৯.৫            অস্ট্রেলিয়া           ১২ মার্চ ২০০৬

দ. আফ্রিকা         ৪৩৮/৪            ৫০               ভারত               ২৫ অক্টোবর ২০১৫

অস্ট্রেলিয়া           ৪৩৪/৪            ৫০               দ. আফ্রিকা         ১২ মার্চ ২০০৬

দ. আফ্রিকা         ৪১৮/৫            ৫০               জিম্বাবুয়ে            ২০ সেপ্টেম্বর ২০০৬

ভারত               ৪১৮/৫             ৫০              ওয়েস্ট ইন্ডিজ        ৮ ডিসেম্বর ২০১১

অস্ট্রেলিয়া           ৪১৭/৬            ৫০               আফগানিস্তান        ৪ মার্চ ২০১৫

ভারত                ৪১৭/৭            ৫০               শ্রীলঙ্কা               ১৫ ডিসেম্বর ২০০৯।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft