ওমান এয়ারের উপর আছড়ে পড়লো কন্টেইনার


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

ওমান এয়ারের উপর আছড়ে পড়লো কন্টেইনার

ওমান এয়ারের উপর আছড়ে পড়লো কন্টেইনার



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝড়ের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কন্টেইনার ওমান এয়ারের ওপর আছড়ে পড়েছে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার বিকেলে ওমান এয়ারের (ডাব্লিউওয়াই-৩১৬) ফ্লাইটটি গন্তব্য রওনা হতে ৫ নম্বর বোর্ডিং ব্রীজে অবস্থান করছিল। এসময় প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। ওই সময় বিদেশ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কন্টেইনার (চাকা লাগানো) ছিটকে ওমান এয়ারের পেটের নিচে আঘাত করে। তখন যাত্রীরা বিমানের ভেতরেই ছিলেন।

সূত্র জানায়, রাত সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাইটটি গন্তব্য রওনা হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

 

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft