ওবামা সৌদি সফরে


ওবামা সৌদি সফরে

ওবামা সৌদি সফরে



শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল  ২০১৬

সিকিউরিটি সামিট এ যোগ দিতে সৌদি পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার রিয়াদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট।  মধ্যপ্রাচ্যের দেশ সৌদির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরো জোরদার করতে এবং একটি সম্মেলনে যোগ দিতেই ওবামার এই সফর করছেন। খবর আরব নিউজের।

সফরের প্রথম দিনে প্রেসিডেন্ট ওবামা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন। এরপর বৃহস্পতিবার ওবামা সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানের শীর্ষ নেতাদের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সফরে ওবামার সঙ্গে রয়েছেন তার প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার। সৌদি সফর শেষে যুক্তরাজ্য ও জার্মান সফরে যাবেন ওবামা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft