ওআইসি মহাসচিব ঢাকা আসছেন ১৭ আগস্ট


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  আগস্ট ২০১৬

ওআইসি মহাসচিব ঢাকা আসছেন ১৭ আগস্ট

ওআইসি মহাসচিব ঢাকা আসছেন ১৭ আগস্ট



আগামী ১৭ আগস্ট (বুধবার) দুই দিনের এক সরকারি সফরে বাংলাদেশে আসছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি ।

জানা গেছে, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগামী বৈঠক সম্পর্কে আলোচনা করতে তিনি ঢাকায় আসছেন। তবে আসন্ন সফরে জঙ্গিবাদ নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

ওআইসি মহাসচিব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন মাদানি। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফরে গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ওআইসি মহাসচিব।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft