|
এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের সম্মেলন শুরু হচ্ছে আগামীকালশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭ এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) দু'দিনব্যাপী সম্মেলন আগামীকাল রাজধানীতে শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ হোটেল সোনারগাঁওয়ে অন্তর্ভুক্তিমূলক, স্থায়ী ও টেকসই উন্নয়নে বাণিজ্যের প্রয়োজনীয়তা ও ভূমিকা কেন্দ্রিক এ সম্মেলন উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আইসিবি এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) যৌথভাবে এর আয়োজন করছে। ফোরামের এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সংহতি। এতে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভুটান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, ইউএনইএসসিএপি, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ কনফারেন্স এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে এসডিজি'র সফল বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন, নয়া জ্বালানি কাঠামো, সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণ ব্যবস্থা তৈরি এবং আঞ্চলিক সংহতির জন্য বাণিজ্য ও পরিবহন সুযোগ-সুবিধা সৃষ্টিতে সহায়তা শীর্ষক বিষয়ক সেশন অনুষ্ঠিত হবে। এপিবিএফ'র সদস্য রাষ্ট্র হচ্ছে ৫৩টি, ৯টি সহযোগী সদস্য, আরো রয়েছে এসকাপ সচিবালয়, এসকাপ বিজনেস এ্যাডভাইজরি কাউন্সিল (ইবিএসি) ও সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক (ইএসবিএন)। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |