এরশাদ দেশে ফিরেছেন


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬  জুলাই ২০১৬

এরশাদ দেশে ফিরেছেন

এরশাদ



জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন।মঙ্গলবার জাতীয় পার্টির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার ভোর ৫টায় হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরেছেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার।

সাবেক রাষ্ট্রপতি এরশাদকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, ইয়াহ ইয়াহ চৌধুরী ও কেন্দ্রীয় নেতা মুনিম চৌধুরী বাবু, মো. আমির হোসেন ভূঁইয়া, মো. গোলাম মোস্তফা প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft