![]() |
এটা জানার পরও ধূমপান করবেন?শীর্ষরিপো্র্ট ডটকম। ৫ আগস্ট ২০১৬ ![]() এটা জানার পরও ধূমপান করবেন? ‘ধূমপান মৃত্যু ঘটায়' স্লোগানকে পাশ কাটিয়ে ধূমপায়ীরা সুখ টান দেন মনের সুখেই। তবে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। ওই সব পরিসংখ্যানে দাবি করা হয়েছে, সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফুসফুস ক্যান্সার! গত ১ আগস্ট পালিত হয়েছে ‘বিশ্ব লাং ক্যান্সার ডে'। ক্যান্সার প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ। ফুসফুস ক্যান্সার নিয়ে বিভিন্ন সমীক্ষায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ধূমপানকে। আসুন জেনে নেই কিছু পরিসংখ্যান- আমাদের দেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কার তুলনায় অনেকটাই বেশি। নতুনভাবে ক্যান্সার আক্রান্ত মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের সংখ্যা অনেক। ক্যান্সারে আক্রান্ত রোগিদের মধ্যে ১৯ শতাংশ ফুসফুসের ক্যান্সারে মারা যায়। পরিসংখ্যানগুলো বলছে, শুধু ভারতেই পুরুষদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ৮৭ শতাংশ রোগি ধূমপায়ী ছিল। অন্যদিকে নারীদের মধ্যে সবচেয়ে বেশি স্তন ক্যান্সার দেখা দেয়। ফুসফুস ক্যান্সারে ভুগছে অনেক নারী। পার্শ্ববর্তী দেশ ভারতে পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচ ধরনের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফুসফুস ক্যান্সার। তাই সচেতন হওয়ার এখনই সময়। সাবধানতা অবলম্বন করুন। অহেতুক বদ অভ্যাসের কারণে জীবননাশক ক্যান্সারকে আমন্ত্রণ থেকে বিরত থাকুন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |