এক বছর সীমান্তে ৬০ ভারতীয় সৈন্য নিহত


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৮  ডিসেম্বর  ২০১৬

 এক বছর সীমান্তে ৬০ ভারতীয় সৈন্য নিহত

এক বছর সীমান্তে ৬০ ভারতীয় সৈন্য নিহত



গত এক বছরে সীমান্তে নিহত হয়েছে প্রায় ৬০ ভারতীয় সেনার। গত দু'‌বছরের তুলনায় যে সংখ্যাটা প্রায় দ্বিগুণ। ২০১৪ সালে সীমান্তে মৃত্যু হয়েছিল ৩২ জন সেনার, ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ৩৩। এদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সংঘর্ষ বিরতিতে প্রাণ গেছে ২৩ জনের। যেখানে ২০১৪ ও ২০১৫ সালে এই মৃত্যুর সংখ্যাটা ছিল যথাক্রমে ৪ ও ৫।

তবে কোন সীমান্তে কতজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে, সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, এই বছরটা অস্থির সময় কেটেছে সীমান্তে। অসংখ্যবার নানা ধরণের জঙ্গী হামলার মোকাবিলা করতে হয়েছে ভারতীয় সেনার। এরই মধ্যে রয়েছে উরি ও নাগ্রোটা হামলা। ওখানেই অসংখ্য সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাসূত্রটি জানায়, এই সময়ে ভারতীয় বাহিনী হত্যা করেছে ১০০ 'জঙ্গিকে'।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft