এক ক্ষেপণাস্ত্রে ধংস হবে আমেরিকা-ইউরোপ


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৮  ডিসেম্বর  ২০১৬

এক ক্ষেপণাস্ত্রে ধংস হবে আমেরিকা-ইউরোপ

এক ক্ষেপণাস্ত্রে ধংস হবে আমেরিকা-ইউরোপ



উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্রিফিংয়ের সময় এ তথ্য দেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার রকেট কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে বলে খবর প্রচারিত হওয়ার পরই এ তথ্য প্রকাশ করা হলো। সিউলের উত্তর কোরিয়া সংক্রান্ত পারমাণবিক ব্যুরোর প্রধান লি সাং-হা বলেছেন, আগে যা বলা হয়েছিল পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র তার চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে পারবে। ইউরোপসহ গোটা আমেরিকা এ ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার কেএন-০৮ ক্ষেপণাস্ত্র ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ গোটা ইউরোপ এর আওতায় পড়েছে এবং এ ক্ষেপণাস্ত্রে উন্নয়ন এখনো চলছে।

এদিকে সেইন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের এশিয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ওগডেন বলেন, উত্তর কোরিয়া সম্পর্কে এ তথ্য সম্ভাব্য পরমাণু হামলার পরিধি আরো বাড়িয়ে দিয়েছে।

অবশ্য তিনি আরো দাবি করেন, পিয়ংইয়ংয়ের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও জাপান এ অবস্থায় ইউরোপকে কেনো ক্ষেপণাস্ত্রের পাল্লায় নিয়ে আসছে উত্তর কোরিয়া তা স্পষ্ট নয়।

সূত্র : ওয়েবসাইট
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft