উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ পুতিনের


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩  সেপ্টেম্বর   ২০১৬

উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ পুতিনের

উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ পুতিনের



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে কোনো বিষয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, যেসব পদক্ষেপ নিলে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ে, তা পরিহার করে চলা উচিত।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বন্দর শহর ভ্লাদিভস্টকে বাণিজ্যবিষয়ক একটি ফোরামের সম্মেলনে পুতিন আরো বলেন, পরমাণু কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে উত্তর কোরিয়াকে এক টেবিলে ফিরিয়ে আনতে আগ্রহী রাশিয়া।

তবে উত্তর কোরিয়ার প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুতিন। তিনি বলেছেন, জাতিসংঘের চুক্তিগুলোর সঙ্গে থাকতে হবে দেশটিকে। কিন্তু উত্তেজনা বাড়তে পারে, এমন সব কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

এই সম্মেলনে যোগ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে। পুতিনের বক্তব্যের আগে গিউন হে রাশিয়া ও বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানান, তার যেন উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনে। যদি এ ধরনের আহ্বান জানানো হয়, তবে উত্তর কোরিয়া একটি শক্তিশালী বার্তা পাবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft