উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন করার দাবি


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭  জানুয়ারি  ২০১৭

উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন করার দাবি

উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন করার দাবি



উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসন করার দাবি জানিয়েছেন হকার সমন্বয় পরিষদের নেতারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে হকারদের সমাবেশে এ দাবি জানান তারা।

এর আগে ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন হকার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ জানুয়ারির পর থেকে দিনের বেলায় ফুটপাতে হকারদের বসতে দেওয়া যাবে না। সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তারা বসতে পারবে। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি থেকে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এদিকে হকাররা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘হকার উচ্ছেদ নয়, পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন হকারদের পুনর্বাসন করতে। কিন্তু কোনো রকম পুনর্বাসন না করে এ ধরনের উচ্ছেদ আমরা মানি না।'

শত শত হকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসছেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft