ঈদের ছুটি ৬ দিন


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  সেপ্টেম্বর   ২০১৬

ঈদের ছুটি ৬ দিন

ঈদের ছুটি ৬ দিন



কুরবানির ঈদে নির্ধারিত তিনদিনের ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরো একদিন যুক্ত হওয়ায় এবার টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। অর্থাৎ শুক্রবার থেকে বুধবার পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন তারা।

গত ৩ সেপ্টেম্বর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী ঈদুল আজহা পালন করা হবে। ঈদুল আজহা মঙ্গলবার হওয়ায় সোম ও বুধবার সাধারণ ছুটি পেয়েছিলেন সরকারি কর্মকর্তারা। তবে রোববার ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ছুটি পালনের নির্বাহী আদেশের কারণে ছুটি শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে। তবে ১১ তারিখের ছুটির কারণে আগামী ২৪ সেপ্টেম্বর অফিস খোলা থাকবে।

এর আগে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণার বিষয়ে আলোচনা হয়। যদি ১৫ সেপ্টেম্বরও ছুটি দেয়া হত তাহলে দেশ ৯ দিনের ছুটির ফাঁদে পড়তো।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১ থেকে ৯ জুলাই মোট ৯ দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft