|
ইলেকট্রনিক কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক হজযাত্রীদের জন্যশীর্ষরিপো্র্ট ডটকম।২ আগস্ট ২০১৬ বেসরকারিভাবে হজ গমনেচ্ছুদের জন্য ইলেকট্রনিক কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিসা পাওয়ার পর সকল হজযাত্রীকে কবজি বেল্ট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমান ঢাকা হজ অফিসকে এ বিষয়টি জানান। ওই চিঠির বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ ১) মোহাম্মদ রুহুল আমিন ৩১ জুলাই এক চিঠিতে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) নেতাদের কবজি বেল্ট প্রাপ্তি নিশ্চিত করতে অনুরোধ জানান। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কবজি বেল্টে হজযাত্রীদের নাম ঠিকানাসহ প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকবে। হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি সরকার এ উদ্যোগ গ্রহণ করে। চলতি বছর বেসরকারি পর্যায়ে ৯৬ হাজারেরও বেশি বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু হজে যাবেন। তাদের মধ্যে অনেকেই বৃদ্ধ রয়েছেন। হজ পালন করতে গিয়ে অনেক সময় তারা হারিয়ে যান। কবজি বেল্ট থাকলে সহজেই স্বেচ্ছাসেবকরা তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |