![]() |
‘ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে না’: তারানা হালিমশীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ নভেম্বর ২০১৬ ![]() ‘ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে না': তারানা হালিম ইন্টারনেটনির্ভর মেসেজিং ও ভয়েস অ্যাপ ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে তারানা হালিম বলেন, ‘ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। এমন কোনো সিদ্ধান্তও সরকার নেয়নি। কাজেই হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হওয়ার প্রশ্ন নেই।' তারানা হালিম বলেন, ‘বন্ধ হতে হবে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), এক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স।' বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপের বন্ধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিটিআরসির বক্তব্যের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রসঙ্গত, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মত স্মার্টফোন অ্যাপ দিয়ে ভয়েস কলের সুবিধা নিয়ে থাকে গ্রাহকরা। গত শুক্রবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দুই এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়। বিটিআরসি চেয়ারম্যানের এ বক্তব্য ধরে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মত অ্যাপগুলো বন্ধ হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |