ইমরুলের শতক


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  অক্টোবর  ২০১৬

ছয় বছর পর ইমরুলের শতক

ছয় বছর পর ইমরুলের শতক



জীবনের প্রথম শতক পেয়েছিলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর শুরু হয়েছিল ইমরুল কায়েসের দীর্ঘ অপেক্ষা। শতকের দেখা পাচ্ছিলেন না। বেশ কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও শতকবঞ্চিত হয়েছিলেন তিনি।

অবশষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ইমরুলের। ছয় বছর পর পেলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শতক করে নিজের জাতটা আরেকবার চেনালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ঘরের মাঠে এটাই ইমরুলের প্রথম ওয়ানডে শতক। সেটাও তিনি পেয়েছেন এমন একটা সময়ে, যখন দলে জায়গা পেতে রীতিমতো লড়াই করতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

এই কিছুদিন আগেও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি ছিলেন উপেক্ষিত। ওপেনার সৌম্য সরকার টানা ব্যর্থ হচ্ছেন, অথচ একাদশের বাইরে রাখা হচ্ছে ইমরুলকে। অপেক্ষায় ছিলেন সুযোগের। ফতুল্লায় এই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি শতক করে টিম ম্যানেজমেন্টকে একটি বার্তা পাঠিয়েছেন, সুযোগ পেলে ভালো কিছু করার ক্ষমতা রাখেন তিনিও।

ব্যক্তিগত প্রথম বলেই ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচে তিনি কতটা আত্মবিশ্বাসী। পুরো ইনিংসজুড়েই ব্যাটিং করে গেছেন দৃঢ়তার সঙ্গে। ৩১০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সতীর্থদের সহায়তাও সেভাবে পাননি ইমরুল। দীর্ঘ সময় ধরে প্রায় একাই লড়াই চালাতে হয়েছে তাঁকে। শেষপর্যায়ে পায়ে চোট পেয়েও যেভাবে ব্যাটিং করে গেছেন তা স্মরণীয়ই হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের তৃতীয় ওপেনার হিসেবে শতক করেছেন ইমরুল। এর আগে এই মাঠে শুরুতে ব্যাট করতে নেমে শতক পেয়েছেন শুধু তামিম ইকবাল ও সৌম্য সরকার।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft