ইন্টারনেট বিঘ্নিত হতে পারে আগামী সাত দিন দেশে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২০  অক্টোবর  ২০১৬

ইন্টারনেট বিঘ্নিত হতে পারে আগামী সাত দিন দেশে

ইন্টারনেট বিঘ্নিত হতে পারে আগামী সাত দিন দেশে



আগামী সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে, আগামীকাল ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।

তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করেছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft