ইনুকে হত্যার হুমকি


শীর্ষরিপো্র্ট ডটকম। ১৩  জুন ২০১৬

কাফনের কাপড় পাঠিয়ে ইনুকে হত্যার হুমকি

কাফনের কাপড় পাঠিয়ে ইনুকে হত্যার হুমকি



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে রোববার কাফনের কাপড় পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অফিসের সিড়িঁতে কাফনের কাপড়সহ একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।'

আরেকটি সাদা কাগজে আরবি ভাষায় আরো কিছু লেখা রয়েছে বলেও জানান সাজ্জাদ হোসেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft