ইতালিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৭  অক্টোবর  ২০১৬

ইতালিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ইতালিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে



মধ্য ইতালিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মাচেরাতা প্রদেশের ভিসো-তে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাতা হানে। দুই ঘণ্টা পর একই এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৯৫ জন নিহত হওয়ার পর ফের ইতালিতে ভূমিকম্প আঘাত হানল। গত ২৪ আগস্ট ৬.২ মাত্রার ওই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে।

আজকের ভূমিকম্প রাজধানী রোমসহ গোটা মধ্য ইতালিতে অনুভূত হয়। ভবনের দরজা-জানালা নড়তে থাকে। বেশ কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়। আতংকিত লোকজন রাস্তায় নেমে আসে।

প্রাথমিকভাবে দুজন আহতের খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কিছু সড়কও ধসে গেছে। বৃহস্পতিবার ভূমিকম্প আক্রান্ত এলাকায় স্কুল বন্ধ থাকবে
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft