|
ইংল্যান্ডের ২৭৮ রানের লক্ষ্যশীর্ষরিপো্র্ট ডটকম । ১২ অক্টোবর ২০১৬ শুরুর সঙ্গে শেষটাও ভালো হলো বাংলাদেশের। শেষ ১০ ওভারে এসে আর ভেঙে পড়লো না টাইগাররা। বিশেষ করে রান খরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমের ফর্মে ফেরার সঙ্গে শেষ মুহূর্তে মোসাদ্দেকের দারুণ ধৈয্যশীল ব্যাটিংই বাংলাদেশকে পৌছে দিয়েছে সম্মানজনক স্কোরে। ইংল্যান্ডের সামনে বেধে দিয়েছে ২৭৮ রানের লক্ষ্য। শুরুতেই ৮০ রানের জুটি গড়ে ফেলেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। মাঝে কিছুটা ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। শেষ দিকে একে সেই ঝড়ের ধারাবাহিকতা ধরে রাখলেন মুশফিকুর রহিম আর মোসাদ্দেক হোসেন সৈকত। দু'জন গড়েন ৮৫ রানের জুটি। মুশফিক করলেন ৬২ বলে ৬৭ রান। মোসাদ্দেক করেন ৩৯ বলে ৩৮ রান। তামিম-ইমরুলের ব্যাটে সূচনাটা ভালোই করেছিলো বাংলাদেশ। ১৯ ওভারে দু'জনের ৮০ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্নই দেখিয়েছিল। তবে পরপর তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যেতে হয়েছিল টিম বাংলাদেশকে। ১৯তম ওভারের শেষ বলেই বেন স্টোকসের বলে ইমরুল কায়েস ক্যাচ দিয়েছিলেন পরিবর্তিত ফিল্ডার লিয়াম ডসনের হাতে। তার ৫৮ বলে খেলা ৪৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি আর ১টি ছক্কায়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |