‘আ.লীগ ক্ষমতায় বলেই মন খুলে কথা বলতে পারেন’: হাছান মাহমুদ


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭মে  ২০১৭

‘আ.লীগ ক্ষমতায় বলেই মন খুলে কথা বলতে পারেন': হাছান মাহমুদ

‘আ.লীগ ক্ষমতায় বলেই মন খুলে কথা বলতে পারেন': হাছান মাহমুদ



আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনার মন খুলে কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন। আওaয়ামী লীগ না থাকলে কথা বলতে পারতেন না প্রগতিশীলদের উদ্দেশ করে বলেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ।

শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আপনারা এমন কথা বলবেন না যাতে করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং প্রতিক্রিয়াশীলরা সে সুযোগটা নেয়।

হাছান মাহমুদ বলেন, কানাডার একটি আদালত দুই-দুইবার বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। খালেদা জিয়ার আমলে বিএনপি এই স্বীকৃতি পেয়েছে।

বিএনপির ভিশন নিয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই পেট্রোল মেরে মানুষ হত্যার রাজনীতি। তাদের ভিশন মানে পেট্রোল মারা ভিশন, এ ভিশন মানেই হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করে টাকা কামানোর ভিশন। সে কারণে জনগণ তাদের থেকে সরে গেছে এবং আওয়ামী লীগের প্রতি আস্থাশীল হয়েছে। আগামী নির্বাচনে সেটাই প্রমাণিত হবে।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তররঞ্জন দাসের সভাপতিত্বে স্বাধীনতা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft