আ.লীগের কাউন্সিল : ব্যক্তিগত প্রচারণা চালালে পদ থেকে অব্যাহতি


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  অক্টোবর  ২০১৬

আ.লীগের কাউন্সিল : ব্যক্তিগত প্রচারণা চালালে পদ থেকে অব্যাহতি

আ.লীগের কাউন্সিল : ব্যক্তিগত প্রচারণা চালালে পদ থেকে অব্যাহতি



আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির সদস্যরা ব্যক্তিগতভাবে প্রচারণা চালালে তাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দফতর উপ-পরিষদের আহ্বায়ক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদ রংপুর বিভাগের প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করতে ১০টি উপ-পরিষদ গঠন করা হয়ছে।

ওবায়দুল কাদের বলেন, উপ-কমিটির সদস্যদের কেউ ভিজিটিং কার্ড, পোস্টার, বিলবোর্ড করে প্রচার চালালে সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে। দল করলে দলের নিয়ম মানতে হবে। নিয়ম যে মানবে না তার দল করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দফতর উপ-কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাহবুব-উল আলম হানিফ, আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন ও মাহমুদুল হাসান রিপন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft