আ.লীগের কর্মসূচি ঘোষণা বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১১  ডিসেম্বর  ২০১৬

আ.লীগের কর্মসূচি ঘোষণা বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে

আ.লীগের কর্মসূচি ঘোষণা বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে



শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার দুপুরে দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ১৪ ডিসেম্বর (বুধবার) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ কর্মসূচি শুরু হবে। ওই দিন সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, ৭টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা, সাড়ে ৯টায় রায়বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, সকাল ১০ টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধি সৌধতে পুষ্পস্তবক অর্পন।

১৭ ডিসেম্বর বিকেলে কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যায় রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুলহাসান চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft