|
আশুলিয়ায় ৩ বছরের মধ্যে বাড়িভাড়া বাড়বে না : বাণিজ্যমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২০ ডিসেম্বর ২০১৬ সাভারের আশুলিয়া এলাকায় তিন বছরের মধ্যে কোনো বাড়ির মালিক আর ভাড়া বাড়াতে পারবেন না। কেউ ভাড়া বাড়ালে তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে তৈরি পোশাকশ্রমিক নেতাদের জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সোমবার রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টো রোডে নৌপরিবহনমন্ত্রীর বাসভবনে কারখানার মালিক, শ্রমিক ও সরকারের যৌথ বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাভারের সংসদ সদস্য ডা. এনাম আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এ. কে. আজাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামীকাল থেকে সব শ্রমিক কাজে যাবেন। যাঁরা কাজ করবেন না, তাঁরা বেতন পাবেন না। তারপরও যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যেসব কারখানায় বেতন-ভাতা নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো মালিকপক্ষের সঙ্গে বসে সমাধান করা হবে। কোনোভাবে কাজ বন্ধ রাখা যাবে না। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘এখন গার্মেন্টে ১০ হাজারের নিচে কোনো শ্রমিক বেতন পান না। এর পরও আমাদের কিছু শ্রমিক নেতা তাঁদের সমস্যার কথা বিদেশিদের পাঠান। এটা দেশের জন্য অপমানজনক। আমরা শ্রমিকদের বেতন ধাপে ধাপে ২২৩ শতাংশ বৃদ্ধি করেছি।' বাণিজ্যমন্ত্রী যোগ করেন, ‘আমরা শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করেছি। এ ফান্ডে প্রতিবছর ৭০ থেকে ৮০ কোটি টাকা জমা হবে।' এ সময় শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, ‘আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে আশুলিয়ায় কোনো কারখানা বন্ধ থাকবে না। আমরা সবাই কাল থেকে কাজ করব।' সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘আমরা আমাদের রাজপথে আন্দোলন তুলে নিলাম। কারখানায় কাজ চলবে, পাশাপাশি আন্দোলনও চলবে। আর সেই আন্দোলন হবে কারখানার ভেতরে মালিকদের সঙ্গে।' উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সপ্তাহের সোমবার থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাকশ্রমিকরা। সেদিন আশুলিয়ার জামগড়া এলাকার উইন্ডি গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। তারপর এক সপ্তাহ ধরে শ্রমিকরা একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। গতকাল সোমবার ২০টির মতো কারখানার পোশাকশ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলনে যোগ দেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |