আল্লাহর নামের সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই : মোদি


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৮  মার্চ

আল্লাহর নামের সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই : মোদি

আল্লাহর নামের সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই : মোদি



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল্লাহর ৯৯টি নামের কোনোটির সঙ্গেই সহিংসতার কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মোদি। ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মোদি বলেন, আত্মার সঙ্গে সুফিবাদের প্রেম এবং সীমান্ত জুড়ে সন্ত্রাসবাদ না ছড়ালে পৃথিবীর বুকে আমাদের এই অঞ্চল স্বর্গে পরিণত হবে। সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।

তিনি আরো বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। প্রতিবছরই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। গত বছর ৯০টির মত দেশে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সিরিয়ার যুদ্ধে শত শত বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন। প্রতিদিন তারা সন্তান হারানোর নিদারুণ যন্ত্রণা সহ্য করছেন।

এই সময়ে বিশ্বে সুফিবাদ দর্শনই এধরনের হিংসাত্মক কাজ থেকে আমাদের দূরে থাকতে সহায়তা করবে বলে মন্তব্য করেন মোদি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft