|
আল্লাহর আশ্রয় লাভের দোয়াশীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ জুন ২০১৬ ২৪ রমজান ১৪৩৭ হিজরি, বুধবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের চতুর্থ দিনে আল্লাহর বিধান অমান্য করে নাফরমানি করা থেকে বিরত থেকে তাঁর আশ্রয় লাভে সাহায্য প্রার্থনার একটি দোয়া তুলে ধরা হলো- আল্লাহুম্মা ইন্নি আসআ'লুকা ফিহি মা ইয়ুরদিক; ওয়া আউ'জুবিকা মিম্মা ইয়ু'জিক; ওয়া আসআ'লুকাত তাওফিক্বা ফিহি লি-আন উত্বিআ'কা ওয়া লা আ'চিয়াক; ইয়া ঝাওয়াদাস সাই'লিন। অর্থ : হে আল্লাহ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি, যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয়, তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তাওফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |