আরব আমিরাতে ঈদের ছুটি ৯ দিন


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৭  জুন ২০১৬

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৩ জুলাই (২৮ রমজান) থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। চলবে ১০ জুলাই পর্যন্ত।

এই ৯ দিনের ছুটির মধ্যে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও রয়েছে। ঈদের ছুটি ৩ জুলাই থেকে শুরু হলেও সাপ্তাহিক ছুটি শনিবার থাকায় ছুটি শুরুর আগের দিন থেকে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন মোট ৯ দিন।

সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটি উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এতে ঈদের ছুটি ৯ দিনের অনুমোদন দেওয়া হয়।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে বাংলাদেশেও ৯ দিন ঈদের ছুটি ঘোষণা দেওয়া হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft