|
‘আমি দায়িত্ব পালন করবো আর কত’: প্রধানমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ অক্টোবর ২০১৬ আমরা এটাই চাই, আওয়ামী লীগ তার ঐতিহ্য রক্ষা করবে। নতুন নেতা নির্বাচিত করবে। আমি দায়িত্ব পালন করবো আর কত বলেছেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের জন্য নতুন নেতা নির্বাচনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।জাতীয় কমিটির এই নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘আমি দায়িত্ব পালন করবো আর কত।' শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সূচনা বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজের কথা উল্লেখ করে শেখ হাসিনা করে বলেন, ১৯৮১ থেকে ২০১৬, ৩৫ বছর। আর কতো? আর কতো? সেটাই আমার কথা। কাজেই আমি চাইবো যে, সবাই নতুন নেতা নির্বাচন করেন। দলটা আরো সুষ্ঠুভাবে এগিয়ে যাক। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চারা রোপন করেছিলেন, তা মহীরূহ হয়ে এতো বড়ো হয়েছে। কাজেই ভবিষ্যতের জন্য আপনারাই সে নতুন চারা রোপন করেন এবং দলকে আরো সংগঠিত করেন, সেটাই আমি কামনা করি। এ সময় উপস্থিত সব নেতারাই একযোগে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের পূর্ণ আস্থার অভিব্যক্তি প্রকাশ করেন। পরে জাতীয় কমিটির সভায় দলীয় প্রধানের এমন বক্তব্যে জের ধরে সিলেট মহানগর জাতীয় কমিটির নেতা মোহাম্মদ সানোয়ার বলেন, ‘আওয়ামী লীগের দুর্দিনে আপনি দলের হাল ধরেছেন। আমি অনুরোধ করব, যতোদিন বাংলাদেশে অভাব অনটন থাকবে, দুঃখ-দুর্দশা থাকবে, ততদিন আপনাকে এই দলের নেতৃত্ব দিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘অন্য কারো হাতে দায়িত্ব ছেড়ে দেয়ার পর্যায়ে আওয়ামী লীগ এখনও আসেনি। আজীবন আপনাকে এ দায়িত্ব পালন করতে হবে।' খুলনা জেলার জাতীয় কমিটির সদস্য চিশতি সোহরাব হোসেন বলেন, নেত্রী আপনি দলের না থাকতে চাইতেই পারেন। আমাদেরও অধিকার আছে আপনাকে ধরে রাখার। আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আওয়ামী লীগ আপনার হাতেই নিরাপদ। পঞ্চগড়ের জাতীয় কমিটির সদস্য মনিরুল কাদের বলেন, দলের পদ আপনি ছাড়তে চাইলেও আপনাকে আমরা ছাড়ব না। আপনাকেই নেতৃত্ব দিয়ে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আওয়ামী লীগকে। দলকে আরো সুসংঘটিত আরো গতিশীল করতে আপনার নেতৃত্বের বিকল্প এখনো গড়ে উঠেনি। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |