‘আমাদের প্রতি নির্দয় হবেন না’ঃশিক্ষামন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  আগস্ট ২০১৬

‘আমাদের প্রতি নির্দয় হবেন না'ঃশিক্ষামন্ত্রী

‘আমাদের প্রতি নির্দয় হবেন না'ঃশিক্ষামন্ত্রী



‘আমাদের প্রতি নির্দয় হবেন না বলেছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা (গণমাধ্যমকর্মী) আমার সঙ্গে ছিলেন। আপনারা আমাকে উৎসাহ দেওয়ায় শিক্ষার মান বেড়েছে।'

বৃহস্পতিবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা  বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করায় ভালো রেজাল্ট করছে। বেশি পাস করা ও বেশি জিপিএ-৫ পাওয়ায় আমাদের কঠোরভাবে খাতা দেখার পরামর্শ দেওয় হয়েছে। আমরা সেভাবেই খাতা দেখতে বলছি। তারপরও পাসের হার বাড়ছে। এজন্য শিক্ষার্থীরা ধন্যবাদ পাবেন। কেননা তারা প্রচুর লেখাপড়া করে বলেই ভালো রেজাল্ট করছেন।'

তিনি আরো বলেন, ‘গতবছর যশোর বোর্ড খারাপ ফল করায় করেছিল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে তাদের ফলাফল সবচেয়ে ভালো হয়েছে।'

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসমুখী হওয়া, মূল বই পাঠ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার তৈরির জন্য স্বপ্ন দেখানোয় তারা ভালো ফলাফল করেছে। মানসিকতা, সর্বোপরি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি মোটিভেশনের কারণে এবার যশোর বোর্ড দেশের আটটি সাধারণ বোর্ডে পাসের দিক দিয়ে শীর্ষে রয়েছে।'

উল্লেখ্য, যশোর বোর্ডের অধীনে চলতি বছর ৫৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শুধু কুষ্টিয়ার বেগম ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজ থেকে পাঁচজন পরীক্ষা দিয়েও কেউ পাস করেনি। পাসের হার ৮৩ দশমিক ৪২। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৬ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার প্রায় দ্বিগুণ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে প্রায় তিন গুণ।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft