|
‘আমাকে কম নাকানি-চুবানি খেতে হয়নি’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ সেপ্টেম্বর ২০১৬ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘এ এক বিচিত্র দেশ (বাংলাদেশ), যুদ্ধাপরাধী মীর কাসেমের রায় নিয়ে কথা বলতে গিয়ে আমাকে কম নাকানি-চুবানি খেতে হয়নি।' মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যজোট আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি জয়ন্ত আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, একে এম আউয়াল, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যারা হত্যার চেষ্টা করেছিল আমেরিকার আদালতে তাদের শাস্তি দেওয়া হয়েছে। অথচ আমাদের আদালতে তাদের জামিন দেওয়া হয়েছে। এ এক বিচিত্র দেশ। যুদ্ধপরাধী মীর কাসেমের রায় নিয়ে কথা বলায় আমাকে কম নাকানি- চুবানি খেতে হয়নি।' তিনি বলেন, মানবতাবিরোধীদের রায় কার্যকর করাকে কেন্দ্র করে অনেক বিদেশি রাষ্ট্র প্রথম দিকে বিরাধিতা করেছিল। কিন্তু পরবর্তীতে পরাশক্তিগুলো বুঝতে পেরেছে, ধমক দিয়ে চোখ রাঙিয়ে বাংলাদেশের যুদ্ধপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। যার কারণেই এখন তাদের সুর পাল্টে গিয়েছে। মন্ত্রী বলেন, দেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে তারা (বিএনপি-জামায়াত) প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে পাকিস্তানমুখী করতে চেয়েছিল। কিন্তু তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ প্রতিটি সেক্টরে এগিয়ে চলছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |