|
আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ জুলাই জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন,এই জনগণই যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে। এই যে ১ জুলাই ঢাকায় হামলা চালানো হলো। কীভাবে তারা মানুষকে এমন নৃশংসভাবে হত্যা করে, এভাবে মানুষ মেরে তারা কী প্রতিষ্ঠা করতে চায়? শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গুলশানে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সময়োচিত পদক্ষেপ নিয়েছে সেসময়। গুলি নিক্ষেপের পরপরই আমাদের পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। যে যেখানে ছিলো সবাই ঘটনাস্থলে চলে গেছে। তিনি বলেন, আমাদের বাহিনীগুলোর তৎপরতায় আমরা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হামলাকারীদের মরদেহ আমরা রেখেছি। সেসব পরীক্ষা চলছে। হামলাকারীদের পেছনে কারা তা খুঁজে বের করতে হবে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |