আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায়


শীর্ষরিপো্র্ট ডটকম । ২১  সেপ্টেম্বর   ২০১৬

আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায়

আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায়



বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগানিস্তান দলকে বহনকারী বিমান।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আফগানিস্তান দল দেশ ছেড়েছিল গত ৫ সেপ্টেম্বর।

আবহাওয়া-পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই দুই সপ্তাহ আফগানিস্তানের ক্রিকেটাররা অনুশীলন করেছে ভারতে। সেখান থেকেই সরাসরি বুধবার ঢাকায় পা রাখল আফগানরা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে আফগানিস্তান। শুক্রবার তারা ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

সিরিজের প্রথম ওয়ানডে ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft