‘ আত্মসমর্পণ করেন তুষার'


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

‘ আত্মসমর্পণ করেন তুষার'

‘ আত্মসমর্পণ করেন তুষার'



যশোরে হিযবুত তাহরীরের আরও এক সদস্যে আত্মসমর্পণ করেছে। তিনি হলেন যশোর শহরের আরবপুর এলাকার  আবদুর রাজ্জাকের ছেলে ফখরুল আলম তুষার (২২)।

গত ১১ আগস্ট যশোর পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি মনির-উজ-জামানের কাছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরে তিন সদস্য পুলিশের কাছে আত্মসমার্পণ করেছিল।

সংগঠনটির মোশরেফ ও সাবাব পদবীর তিনজন ভুল বুঝতে পেরে অনুতপ্ত। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমার্পণ করে।

মামাতো ভাই হিযবুত তাহরীরের সদস্য রায়হান আহমেদের মাধ্যমে তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে বুঝতে পারেন তিনি ভুল পথে চলে গেছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তুষার।

রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামানের উপস্থিতিতে হিযবুত তাহরীরের সদস্য ফখরুল ইসলাম তুষার এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ফখরুল আলম তুষার বলেন, দুই বছর আগে এলাকার চায়ের দোকানে আড্ডায় হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে আমার পরিচয় হয়। তারা আড্ডার মাধ্যমে আমাকে ধর্মীয় নানা বিষয়ে বোঝাতো। এক পর্যায়ে তারা দেশের আইনবিরোধী নানা বিষয় নিয়ে আলোচনা করতো।

পরে বুঝতে পারি হিযবুত তাহরীরের সদস্যরা সন্ত্রাসী সংগঠন। তারা দেশের আইনবিরোধী কাজ করে। আমি ভুল বুঝতে পেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই।

তুষার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যারা ভুল পথে গিয়েছে তারা ফিরে আসলে আইনী সহায়তা প্রদান করা হবে। এরপর সিদ্ধান্ত গ্রহণ করি আত্মসমর্পণ করবো। এরপর আত্মসমর্পণ করেছি।

সংবাদ সম্মেলনে ডিআইজি মনির-উজ-জামান বলেন, ভুল বুঝতে পেরে তুষার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের অপরাধের ধরণ বিশ্লেষণ করে আইনী সহায়তা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

এরা হলেন- যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২)। তিনি হিযবুত তাহরীরের মোশরেফ সদস্য।

অপর দুইজন সংগঠনের সাবাব সদস্য। তারা হলেন- যশোর শহরতলীর ধর্মতলা মোড় এলাকার আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) ও যশোর শহরতলীর কদমতলা এলাকার একেএম শারাফত মিয়ার ছেলে মেহেদী হাসান পলাশ (২০)।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft